আগামী বছরের প্রথম কাজ ১০ কিমি সড়কে ক্যামেরা স্থাপন —আরপিএমপি কমিশনার

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

রংপুর মেট্রো পলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেছেন, আগামী বছরের প্রথম কাজ হলো পুরো নগরীর রাস্তা বিশেষ করে হাজিরহাট থেকে দমদমা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা। এতে সড়ক দুর্ঘটনারোধের পাশাপাশি ছিনতাই, ডাকাতিসহ অন্যান্য অপরাধে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে। গতকাল আরপিএমপির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে দুই বছরের কার্যক্রম, সাফল্য আর অর্জনের তথ্যচিত্র সংবলিত প্রকাশনার মোড়ক উন্মোচন করেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। সময় বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর বিভাগের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সদর দপ্তর) মহিদুল ইসলাম, উপপুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) আবু বকর সিদ্দীক, উপপুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) আবু সাইম, উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলমসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন