১৪ লাখ টন চাল আমদানি করবে নাইজেরিয়া

বণিক বার্তা ডেস্ক

 টানা তিন বছর নাইজেরিয়ার চাল আমদানি খাতে মন্দা ভাব বজায় ছিল। তবে চলতি বছর শেষে দেশটিতে খাদ্যপণ্যটির আমদানিতে গতি ফিরতে পারে। বছর শেষে ১৪ লাখ টন চাল আমদানি করতে পারে নাইজেরিয়া। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে সম্ভাবনার কথা বলা হয়েছে। খবর এগ্রিমানি বিজনেস রেকর্ডার।

নাইজেরিয়া আফ্রিকার শীর্ষ চালের ভোক্তা আমদানিকারক দেশ। একই সঙ্গে খাদ্যপণ্যটির আমদানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় দেশটি চতুর্থ অবস্থানে রয়েছে। টানা চার বছর ধরে নাইজেরিয়ায় চাল আমদানি কমতির দিকে ছিল বলে জানিয়েছে ইউএসডিএ। প্রতিষ্ঠানটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০১৬ সালে দেশটিতে চাল আমদানিতে প্রবৃদ্ধির দেখা মিলেছিল। ওই বছর নাইজেরিয়ায় সব মিলিয়ে ২৫ লাখ টন চাল আমদানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ১৯ দশমিক শতাংশ বেশি।

এর পরের বছর নাইজেরিয়ায় চাল আমদানি ২০ শতাংশ কমে ২০ লাখ টনে নেমে আসে। ২০১৮ সালে দেশটিতে সব মিলিয়ে ১০ লাখ টন চাল আমদানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় শতাংশ কম। মন্দা ভাবের ধারাবাহিকতায় সর্বশেষ ২০১৯ সালে নাইজেরীয় আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ১২ লাখ টন চাল আমদানি করেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে প্রতিষ্ঠানটি, যা আগের বছরের তুলনায় ৩৬ দশমিক ৮৪ শতাংশ কম। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে চাল আমদানি কমেছে সাত লাখ টন।

তবে টানা তিন বছরের মন্দা ভাব কাটিয়ে ২০২০ সালে ঘুরে দাঁড়াতে পারে নাইজেরিয়ার চাল আমদানি খাত। নভেল করোনাভাইরাসের মহামারীর মধ্যে চাহিদা বেড়ে যাওয়ায় বছর শেষে নাইজেরীয় আমদানিকারকদের হাত ধরে দেশটিতে সব মিলিয়ে ১৪ লাখ টন চাল আমদানির সম্ভাবনার কথা জানিয়েছে ইউএসডিএ। আগের বছরের তুলনায় দেশটিতে খাদ্যপণ্যটির আমদানি বাড়তে পারে ১৬ দশমিক ৬৭ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন