দক্ষিণ আফ্রিকাকে ৪৩০ কোটি ডলার অনুমোদন আইএমএফের

বণিক বার্তা ডেস্ক

চলমান নভেল করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় দক্ষিণ আফ্রিকাকে ৪৩০ কোটি ডলার সহায়তা অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এক বিবৃতিতে ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি জানায়, দক্ষিণ আফ্রিকাকে র‌্যাপিড ফিন্যান্সিং ইনস্ট্রুমেন্টের (আরএফআই) আওতায় সহায়তা দেয়া হচ্ছে। অর্থ দিয়ে দেশটির স্বাস্থ্য খাত অর্থনীতিতে করোনার ভয়াবহ প্রভাব মোকাবেলার চেষ্টা করা হবে। খবর এএফপি।

আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে শিল্পসমৃদ্ধ দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি কভিড-১৯ সংক্রমণ হয়েছে এখানেই। অবস্থায় দক্ষিণ আফ্রিকার অর্থমন্ত্রী টিটো এমবাওয়েনি জুনে পূর্বাভাস দিয়েছিলেন যে ২০২০ সালে দেশটির অর্থনৈতিক সংকোচন হতে পারে দশমিক শতাংশ। ৯০ বছরের মধ্যে দেশটির অর্থনীতিতে এত গভীর পতন আর দেখা যায়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন