কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সিটি গ্রুপের সঙ্গে উদ্যোগ

টাঙ্গাইলের ৫ হাজার পরিবারকে খাদ্যসহায়তা দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

নিজস্ব প্রতিবেদক

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সিটি গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে টাঙ্গাইলের মির্জাপুরে বসবাসরত পাঁচ হাজার পরিবারের প্রায় ২৫ হাজার মানুষের জন্য খাদ্যসহায়তা প্রদানের লক্ষ্যে যৌথভাবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। উদ্যোগ কভিড-১৯ মোকাবেলায় মফস্বল এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নেয়া ব্যাংকের প্রথম সহায়তা উদ্যোগ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ব্যাংকটি।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান সিইও নাসের এজাজ বিজয় বিষয়ে বলেন, গত ১১৫ বছর বাংলাদেশের মানুষের সেবা প্রদানে ব্যাংকের দরজা সবসময় খোলা ছিল। ঝুঁকিপূর্ণ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে দ্রুত জরুরি সহায়তা সরবরাহ এবং একই সঙ্গে অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে কভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ এবং দেশের জনগণকে সহযোগিতা করাই আমাদের মূল উদ্দেশ্য।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন