বাংলাদেশে কার্যক্রম শুরু করল জাপানের ডাইকি অ্যাক্সিস

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

বিশ্বের বৃহত্তম পয়োনিষ্কাশন শোধনাগার নির্মাণকারী জাপানি প্রতিষ্ঠান ডাইকি অ্যাক্সিস সম্প্রতি বাংলাদেশে তাদের কার্যক্রম চালু করেছে। বাংলাদেশের চার্ম লিমিটেডের সঙ্গে জাপানের এ প্রতিষ্ঠানটি যৌথ উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশে এর সাবসিডিয়ারি কোম্পানি ‘ডাইকি অ্যাক্সিস বাংলাদেশ’-এর যাত্রা শুরু করেছে। সম্পূর্ণভাবে জাপানের বিনিয়োগে ডাইকি অ্যাক্সিস বাংলাদেশের কার্যক্রম পরিচালিত হবে।

২৫ এপ্রিল রাজধানীর একটি হোটেলে ‘ডাইকি অ্যাক্সিস বাংলাদেশ’ কোম্পানির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের মিনিস্টার তাতসুয়ান মাচিদা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাইকি অ্যাক্সিসের চেয়ারম্যান হিরোশি ওগেম ও প্রেসিডেন্ট হিরোকি ওগেম।

দেশে এ বিদেশী উদ্যোগকে স্বাগত জানাতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। অতিথিদের মধ্যে আরো ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম, বুয়েটের ভাইস চ্যান্সেলর ড. সত্য প্রসাদ মজুমদার, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার এবং সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা স্যুয়ারেজ কানেকশন সরাসরি ক্যানেল, স্ট্রংড্রেনে দিতে পারি না। সেক্ষেত্রে জাপানের এ জোকাসু প্রযুক্তি মডেল সমাধান এনে দিতে পারে। যার মাধ্যমে বর্জ্য পানি নিষ্কাশন হবে। আলাদা লাইনের দরকার হবে না।

অনুষ্ঠানে গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) ‘ডাইকি অ্যাক্সিস গ্লোবাল অ্যাওয়ার্ড ফর এনভায়রনমেন্ট প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ২০২৪’ অ্যাওয়ার্ড দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন