করোনায় কাতার ন্যাশনাল ব্যাংকের মুনাফায় ধস

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ধস নেমেছে কাতার ন্যাশনাল ব্যাংকের (কিউএনবি) মধ্যপ্রাচ্যের শীর্ষ ঋণ প্রদানকারী কিউএনবি স্থানীয় সময় রোববার জানিয়েছে, করোনার প্রভাবে প্রান্তিকটিতে নিট মুনাফায় পতন দেখতে হয়েছে। খবর এএফপি।

এক বিবৃতিতে কিউএনবি জানায়, দ্বিতীয় প্রান্তিকে ২৫ দশমিক শতাংশ পতন হয়ে নিট মুনাফা ৭৮ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে। এক বছর আগের একই সময়ে মুনাফা হয়েছিল ১০৫ কোটি ডলার। এর আগে প্রথম প্রান্তিকে তুরস্ক, ইন্দোনেশিয়া, ভারতসহ ৩১টি দেশে কার্যক্রম পরিচালনাকারী কিউএনবির নিট মুনাফায় সামান্য পতন হয়েছিল। এছাড়া প্রথম ছয় মাসে ব্যাংটির নিট আয়ে পতন হয়েছে ১৩ দশমিক শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন