মডেল ওয়াই এসইউভির দাম কমিয়েছে টেসলা

বণিক বার্তা ডেস্ক

বাজারে আসার মাত্র চার মাসের মাথায় মডেল ওয়াই এসইউভির (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) দাম কমাল ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা। হাজার ডলার কমিয়ে এখন মডেল ওয়াইয়ের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৯৯০ ডলার। এর আগে জুনে টেসলা তাদের মডেল থ্রি, মডেল এক্স মডেল এসের দাম কমিয়েছিল। খবর রয়টার্স।

করোনার প্রভাবে বৈশ্বিক গাড়িবাজারের মন্দা বিক্রি কমে যাওয়ায় দাম কমানোর পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে টেসলা। এর মধ্য দিয়ে গাড়ি নির্মাতা কোম্পানিটি তাদের বিক্রিতে গতি ফিরিয়ে আনতে চায়। বহু প্রতীক্ষার পর টেসলা মডেল ওয়াইর সরবরাহ শুরু করেছিল গত মার্চে। আশা করা হয়েছিল, গাড়িটি ইউরোপীয় গাড়ি নির্মাতা কোম্পানি ফক্সওয়াগনের ইলেকট্রিক গাড়ির সঙ্গে তীব্র প্রতিযোগিতা গড়ে তুলবে। এপ্রিলে টেসলা জানিয়েছিল, তাদের মডেল ওয়াই এরই মধ্যে মুনাফা করছে। এর মানে হলো, কোম্পানিটির ১৭ বছরের ইতিহাসে এই প্রথম তাদের কোনো নতুন গাড়ি প্রথম প্রান্তিকে মুনাফার দেখা পেল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন