জুনে মালয়েশীয় পাম অয়েল রফতানিতে বড় উল্লম্ফন

বণিক বার্তা ডেস্ক

মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী রফতানিকারক দেশ। চলতি বছরের জুনে দেশটিতে পণ্যটির উৎপাদন ২০ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। এর পরও জুন শেষে মালয়েশীয় পাম অয়েলের মজুদে ভাটার টান পড়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারীর ধাক্কা সামলে জুনে দেশটি থেকে পাম অয়েল রফতানি প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে। কারণে উৎপাদন চাঙ্গা হলেও মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ কমতির দিকে ছিল। খবর স্টার অনলাইন।

মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুনে দেশটিতে ১৮ লাখ ৯০ হাজার টন পাম অয়েল উৎপাদন হয়েছে, যা আগের মাসের তুলনায় ১৪ দশমিক শতাংশ বেশি। ২০১৮ সালের অক্টোবরের পর এটাই দেশটিতে পাম অয়েলের সর্বোচ্চ উৎপাদন।

এর পরও গত মাসে মালয়েশিয়ায় পাম অয়েলের সমাপনী মজুদ সাকল্যে ১৯ লাখ টনে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এমপিওবি। এর মূল কারণ বাড়তি রফতানি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৭ লাখ ১০ হাজার টন পাম অয়েল রফতানি হয়েছে। গত মে মাসের তুলনায় জুনে দেশটি থেকে পণ্যটির রফতানি প্রায় এক-চতুর্থাংশ বা ২৪ দশমিক শতাংশ বেড়েছে।

২০১৯ সালের আগস্টের পর গত মাসে মালয়েশিয়া থেকে সবচেয়ে বেশি পাম অয়েল রফতানি হয়েছে বলে জানিয়েছে এমপিওবি। সময় দেশটি থেকে ভারতে পণ্যটির রফতানি আগের মাসের তুলনায় সাড়ে চার গুণ বেড়েছে। আর চীনের বাজারে মালয়েশীয় পাম অয়েল রফতানি আগের মাসের তুলনায় বেড়েছে প্রায় ৫৬ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন