ইতালির অর্থনৈতিক উত্তরণে ২০২৫ সাল পর্যন্ত সময় লাগবে

বণিক বার্তা ডেস্ক

ইতালির অর্থনৈতিক কার্যক্রম করোনাপূর্ব অবস্থায় ফিরে আসতে ২০২৫ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। বোলোনাভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান প্রোমেতেইয়া তাদের জুলাই পূর্বাভাস প্রতিবেদনে এমনটি ধারণা করেছে। খবর সিনহুয়া।

প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলেছে, জরুরি অবস্থা শেষে ইতালি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। মুহূর্তে দেশটি নভেল করোনাভাইরাসের সঙ্গে সহাবস্থানের পর্যায়ে প্রবেশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে ঐতিহাসিক মন্দা দেখার পাশাপাশি আমরা চলতি বছর সার্বিকভাবে দেশটির জিডিপিতে ১০ দশমিক শতাংশ সংকোচন দেখার আশঙ্কা করছি।

প্রোমেতেইয়া তাদের পূর্বাভাসে বলেছে, বৈশ্বিক জনস্বাস্থ্যের অবস্থা এখনো উদ্বেগজনক অস্থিতিশীল। তার পরও যুক্তরাষ্ট্র, ইউরোপ চীন তাদের অর্থনৈতিক চক্রের সর্বনিম্ন বিন্দু অতিক্রম করেছে। তবে বৈশ্বিক উত্তরণের গতি কিছুটা মন্থর হবে।

প্রতিষ্ঠানটি বলেছে, নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট অচলাবস্থার সবচেয়ে বেশি মূল্য চুকাতে হবে সেবা খাতকে। বিশেষ করে পরিবহন পর্যটন খাতকে, যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা বেশ কঠিন।

ইতালির প্রসঙ্গে প্রোমেতেইয়া বলেছে, তাদের আর্থিক নীতি যথেষ্ট প্রাসঙ্গিক সময়োপযোগী ছিল। কিন্তু তা ভোক্তাব্যয় বিনিয়োগে কাঙ্ক্ষিত গতি আনার জন্য যথেষ্ট নয়। কারণে চলতি বছর ১০ দশমিক শতাংশ সংকোচন দেখা যেতে পারে। তবে আগামী বছর জিডিপিতে দশমিক শতাংশ উত্তরণ হতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন