যুক্তরাষ্ট্রে হার্ড ইমিউনিটি নাও হতে পারে: ফউসি

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক . অ্যান্থনি ফউসি মনে করেন, করোনাভাইরাসের ভ্যাকসিন ৭০ থেকে ৭৫ শতাংশ কার্যকর হতে পারে অসম্পূর্ণ সুরক্ষার পাশাপাশি অনেক আমেরিকান ভ্যাকসিন নিতে অনীহা প্রকাশ করতে পারে দুইয়ের যোগফলে যুক্তরাষ্ট্রে কভিড-১৯ মহামারীর বিরুদ্ধে হার্ড ইমিউনিটি আনা অসম্ভব বলে মনে করেন ফউসি 

হার্ড ইমিউনিটি বলতে বোঝায়, কোনো জনসমষ্টির বড় একটি অংশ যখন কোনো সংক্রামক রোগের বিরুদ্ধে টিকাদান বা অন্য কোনো উপায়ে অনাক্রম্যতা অর্জন করার সুবাদে রোগটির বিস্তার প্রতিরোধ করতে সক্ষম হয়

আগামী তিন মাসে সরকারের সহযোগিতায় অন্তত তিনটি প্রতিষ্ঠান ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে এমন সময় ফউসি বললেন, আমরা সবচেয়ে ভালো করেছিলাম হামের ভ্যাকসিন তৈরিতে, যা ৯৭ থেকে ৯৮ শতাংশ কার্যকর ছিল এখন এই পর্যায়ে যেতে পারলেও দারুণ হবে আমি সেই আশা করি না আমার মনে হয়, ভ্যাকসিন ৭০ থেকে ৭৫ শতাংশ কার্যকর হবে

সিএনএন গত মাসে পরিচালিত এক সমীক্ষায় দেখতে পায়, ভ্যাকসিন অনেক সস্তা সহজলভ্য হলেও এক-তৃতীয়াংশ আমেরিকান এটি নিতে আগ্রহী নাও হতে পারে মাত্র দুই-তৃতীয়াংশ জনগণ ৭০-৭৫ শতাংশ কার্যকর ভ্যাকসিন গ্রহণ করলে কি করোনাভাইরাসের বিরুদ্ধে হার্ড ইমিউনিটি আসবে? ফউসির জবাব, না, অসম্ভব

ফউসি জানান, দেশে উল্লেখযোগ্যসংখ্যক কিছু মানুষের মধ্যে বিজ্ঞানবিরোধী, কর্তৃপক্ষবিরোধী ভ্যাকসিনবিরোধী অনুভূতি কাজ করে ভ্যাকসিনের সত্যতা কার্যকারিতা নিয়ে মানুষকে বোঝানোর কাজটি কঠিন হবে বলে মনে করেন ফউসি

সিএনএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন