জি২০

করোনা মোকাবেলায় ২ হাজার ১০০ কোটি ডলারের প্রতিশ্রুতি

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাস মোকাবেলায় এখন পর্যন্ত হাজার ১০০ কোটি ডলারেরও বেশি তহবিলের প্রতিশ্রুতি দিয়েছে ২০টি শীর্ষ উঠতি অর্থনীতির দেশের গ্রুপ জি২০। গতকাল এক বিবৃতিতে জানানো হয়, আমন্ত্রিত দেশগুলোকে সঙ্গে নিয়ে জি২০ কভিড-১৯ মোকাবেলায় সহায়তার জন্য বৈশ্বিক প্রচেষ্টার সমন্বয় সাধন করছে। অবস্থায় প্রতিশ্রুত তহবিল দিয়ে ভাইরাস শনাক্তকরণ, ভ্যাকসিন, নিরাময় এবং সংশ্লিষ্ট গবেষণায় সহায়তা করা হবে। খবর রয়টার্স।

এর আগে এপ্রিলে জি২০ করোনা মোকাবেলায় ৮০০ কোটি ডলারের একটি আর্থিক ঘাটতি পূরণে সব দেশ, বেসরকারি সংগঠন, সমাজসেবী বেসরকারি খাতকে এগিয়ে আসার জন্য আহ্বান জানায়। এর মধ্যে ৫০ কোটি ডলারের প্রতিশ্রুতি দেয় সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ জানায়, প্রতিশ্রুত অর্থের মধ্যে ১৫ কোটি ডলার দেয়া হবে দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ইনোভেশনকে। দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনসকে দেয়া হবে আরো ১৫ কোটি ডলার। বাকি ২০ কোটি ডলার দেয়া হবে অন্য স্বাস্থ্য সংস্থা কর্মসূচিতে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন