রোগীর সেবায় হাসপাতালে যশোরের করোনাজয়ী ৬ চিকিৎসক

বণিক বার্তা প্রতিনিধি যশোর

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) থেকে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন যশোরের ছয় চিকিৎসক। বর্তমানে তারা সামাজিক দূরত্ব বজায় রেখে পুরোদমে রোগীর চিকিৎসাসেবা দিচ্ছেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের করোনা মোকাবেলায় অনুপ্রেরণা দিচ্ছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত যশোরে ৯৫ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে যশোর সদর উপজেলায় ৩৬ জন, শার্শায় আটজন, ঝিকরগাছায় সাতজন, চৌগাছায় ১৫ জন, কেশবপুরে ১৩ জন, মণিরামপুরে নয়জন, বাঘারপাড়ায় তিনজন অভয়নগর উপজেলায় চারজন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫২ জন। জেলায় করোনা আক্রান্ত ১৫ চিকিৎসকের মধ্যে এরই মধ্যে আটজন সুস্থ হয়েছেন। সুস্থ চিকিৎসকদের মধ্যে কর্মস্থলে ফিরেছেন ছয়জন। তারা হলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিচিত্র মল্লিক, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আসিফ রায়হান, ডা. উত্তম কুমার এবং কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রদীপ্ত চৌধুরী ডা. জাহিদুর রহমান।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডা. লুত্ফুন্নাহার লাকি জানান, তার হাসপাতালে দুই চিকিৎসকের মধ্যে মে

ডা. আসিফ রায়হান ১৩ মে ডা. উত্তম কুমারকে সুস্থ ঘোষণা করা হয়। সুস্থ হওয়ার পর নিয়মনীতি মেনে অন্যদের মতো তারা কর্মস্থলে ফিরে পুরোদমে চিকিৎসাসেবায়

নেমে পড়েছেন।

ডা. আসিফ রায়হান জানান, করোনা আক্রান্তের পর সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছি। মনোবল বাড়িয়ে আগের মতো রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, প্রাণঘাতী কভিড-১৯ আক্রান্ত হওয়ার পর চিকিৎসকরা সুস্থ হয়েই পুরোদমে কাজে

যোগ দিয়েছেন। তাদের মাঝে করোনা নিয়ে কোনো আতঙ্ক নেই। করোনার ভয়কে জয় করেই তারা উপজেলা পর্যায়ে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন