৫০০ কয়লা খনি বন্ধ হয়েছে চীনে

বণিক বার্তা ডেস্ক

বড় ধরনের সংস্কার প্রকল্পের ভেতর দিয়ে যাচ্ছে চীনের কয়লা উত্তোলন খাত। মূলত দূষণ কমিয়ে আনা উত্তোলন খাতে আধুনিকায়নের অংশ হিসেবে উদ্যোগ এগিয়ে নিচ্ছে চীন সরকার। ফলে দেশটির ছোট ছোট কয়লা খনি বন্ধ হতে শুরু করেছে। গত এক বছরেই চীনে সব মিলিয়ে ৫০০ কয়লা খনি কার্যক্রম গুটিয়ে নিয়েছে। খবর সিনহুয়া।

চায়না ন্যাশনাল কোল অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সাল শেষে দেশটিতে ছোটবড় মিলিয়ে সক্রিয় কয়লা খনির সংখ্যা ছিল হাজার ৮০০। ২০১৯ সাল শেষে সংখ্যা হাজার ৩০০-তে নেমে এসেছে।

মাত্রাতিরিক্ত বায়ুদূষণের পেছনে কয়লা খনিগুলোকে দায়ী করছে চীন সরকার। কারণে দূষণ রোধে কয়লা খাতে আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। আর এর ধাক্কা লেগেছে ছোট ছোট খনির ওপর। আধুনিকায়নের খরচের ভার বহন করতে না পারায় এরই মধ্যে অনেক খনি কার্যক্রম গুটিয়ে নিয়েছে। আগামী দিনগুলোয় চীনে সক্রিয় কয়লা খনির কার্যক্রম আরো সীমিত হয়ে আসতে পারে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন