ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় এক আমেরিকান পাইলট নিহত

বণিক বার্তা ডেস্ক

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে গতকাল একটি পণ্য পরিবাহী বিমান বিধ্বস্ত হয়ে এক আমেরিকান পাইলট নিহত হয়েছেন। খবর আনাদোলু।

পুলিশ মুখপাত্র আহমদ কামাল জানান, খ্রিস্টান মিশনারি সংস্থা মিশন এভিয়েশন ফেলোশিপ পরিচালিত বিমানটি খাবার সরবরাহ করছিল।

তিনি আরো জানান, ৪০ বছর বয়সী ওই মার্কিন পাইলটের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহত পাইলটের পরিচয় প্রকাশ করেননি তিনি। বিমানটিতে আর কোনো যাত্রী না থাকার বিষয়টিও নিশ্চিত করেন পুলিশের ওই মুখপাত্র।

কামাল জানান, স্থানীয় সময় সকাল ৬টা ২৭ মিনিটে বিমানটি পাপুয়ার সেন্টানি বিমানবন্দর থেকে যাত্রা করেছে এবং মমিদ জেলার দিকে এগোচ্ছিল। মিনিট পর বিমানচালক জরুরি অবতরণের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কথা বলেন এবং সেন্টানি লেকের ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি যৌথ দল তদন্ত চালাচ্ছে বলে জানান পুলিশের ওই মুখপাত্র।

হাজারো দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন