চীনে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে এয়ার কানাডা

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে চীনের বেইজং ও সাংহাইয়ে ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়েছে এয়ার কানাডা। এসব শহরে আগামী ১০ এপ্রিল পর্যন্ত কোনো ফ্লাইট পরিচালনা করবে না এয়ারলাইনসটি। খবর এএফপি।

এর আগে কানাডা থেকে চীনের এ দুই শহরে ৩০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করে কানাডা এয়ার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কানাডার নাগরিকদের চীনে ভ্রমণ বিষয়ে সতর্কতা জারির পরই ফ্লাইট স্থগিতের এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এয়ার কানাডার ওয়েবসাইটে বলা হয়েছে, কোম্পানিটি ও স্বাস্থ্য কর্তৃপক্ষ নভেল করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে ফ্লাইটের শিডিউল নির্ধারণ করা হবে। এয়ার কানাডা সাধারণত টরন্টো, মন্ট্রিল ও ভ্যাঙ্কুভার থেকে সরাসরি বেইজিং ও সাংহাইয়ে ফ্লাইট পরিচালনা করে থাকে।

চীনের এ দুই শহরের পাশাপাশি হংকংয়েও প্রতিদিনের নিয়মিত ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়েছে কানাডাভিত্তিক এয়ারলাইনসটি। চাহিদা কমে যাওয়ায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত হংকংয়ে তাদের ফ্লাইট পরিচালিত হবে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন