চীনে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে এয়ার কানাডা

প্রকাশ: ফেব্রুয়ারি ২৭, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে চীনের বেইজং ও সাংহাইয়ে ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়েছে এয়ার কানাডা। এসব শহরে আগামী ১০ এপ্রিল পর্যন্ত কোনো ফ্লাইট পরিচালনা করবে না এয়ারলাইনসটি। খবর এএফপি।

এর আগে কানাডা থেকে চীনের এ দুই শহরে ৩০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করে কানাডা এয়ার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কানাডার নাগরিকদের চীনে ভ্রমণ বিষয়ে সতর্কতা জারির পরই ফ্লাইট স্থগিতের এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এয়ার কানাডার ওয়েবসাইটে বলা হয়েছে, কোম্পানিটি ও স্বাস্থ্য কর্তৃপক্ষ নভেল করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে ফ্লাইটের শিডিউল নির্ধারণ করা হবে। এয়ার কানাডা সাধারণত টরন্টো, মন্ট্রিল ও ভ্যাঙ্কুভার থেকে সরাসরি বেইজিং ও সাংহাইয়ে ফ্লাইট পরিচালনা করে থাকে।

চীনের এ দুই শহরের পাশাপাশি হংকংয়েও প্রতিদিনের নিয়মিত ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়েছে কানাডাভিত্তিক এয়ারলাইনসটি। চাহিদা কমে যাওয়ায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত হংকংয়ে তাদের ফ্লাইট পরিচালিত হবে না।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫