রাশিয়ায় কমতির দিকে গমের রফতানি মূল্য

রাশিয়ায় উৎপাদিত গমের রফতানি মূল্য কমেছে সর্বশেষ সপ্তাহসহ টানা দুই সপ্তাহ পণ্যটির দামে মন্দা ভাব বজায় রয়েছে পণ্যটির রফতানিতে অন্যান্য শীর্ষ রফতানিকারক দেশের সঙ্গে রাশিয়ার প্রতিযোগিতা বেড়েছে এছাড়া দেশটিতে এবার কৃষিপণ্যটির উৎপাদনে অনুকূল আবহাওয়া বিরাজ করছে, যা পণ্যটির রফতানি মূল্য কমিয়ে আনতে প্রভাবক হিসেবে কাজ করেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা রাশিয়াভিত্তিক প্রতিষ্ঠান সভইকনের তথ্য অনুযায়ী, সর্বশেষ সপ্তাহে দেশটির বাজারে ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে ১২ দশমিক শতাংশ প্রোটিনসমৃদ্ধ গমের রফতানি মূল্য টনপ্রতি ২২৬ ডলারে নেমেছে, যা আগের সপ্তাহের তুলনায় দশমিক শতাংশ কম তবে মস্কোভিত্তিক আরেকটা প্রতিষ্ঠান আইকেএআর জানিয়েছে, সর্বশেষ সপ্তাহে রাশিয়ার বাজারে প্রতি টন গমের মূল্য ছিল ২২৩ ডলার, যা আগের সপ্তাহের তুলনায় ডলার কম

রাশিয়া বিশ্বের শীর্ষ গম রফতানিকারক দেশ সম্প্রতি পণ্যটির রফতানিতে ফ্রান্স, কানাডাসহ বিশ্বের অন্যান্য শীর্ষ রফতানিকারক দেশের সঙ্গে রাশিয়ার প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করেছে দেশটির শীর্ষ ক্রেতারা পণ্যটির ক্রয় কমিয়ে দিয়েছেন অনেক আগে থেকেই তুরস্কের পর রাশিয়ার গমের দ্বিতীয় শীর্ষ ক্রেতা মিসর তবে মিসরের আমদানিকারকরা পণ্যটি ক্রয়ে ফ্রান্সের দিকে ঝুঁকেছেন ৩০ জানুয়ারি ফ্রান্স থেকে মোট লাখ ৮০ হাজার টন গম ক্রয় করেছে মিসর এতে গম রফতানিতে রাশিয়া বাজার হারাচ্ছে, যা পণ্যটির রফতানি মূল্য কমার অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা    সূত্র ছবি: রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন