অনুশীলনে জামাল

ক্রীড়া প্রতিবেদক

চোট কাটিয়ে সোমবার হালকা রানিং করা জামাল ভূঁইয়া গতকাল অনুশীলনে ফিরেছেন। বুরুন্ডির বিপক্ষে আগামীকাল সেমিফাইনাল খেলার বিষয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।

ফিলিস্তিনের বিপক্ষে বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে বাম পায়ে আঘাত পান সাইফ স্পোর্টিং ক্লাবের মিডফিল্ডার। চোটের কারণে শ্রীলংকা ম্যাচে তাকে বিশ্রামে রেখে মানিক মোল্লাকে খেলান জেমি ডে। ওই ম্যাচে - গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা। চারদিন পর গতকাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলনে নামেন বাংলাদেশ অধিনায়ক। সেখানেই সেমিফাইনাল খেলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চোটের কারণে পা ফুলে গিয়েছিল, ব্যথাও অনুভব করছিলাম। যে কারণে আমাকে বিশ্রাম দেয়া হয়েছিল। এখন ফোলা ব্যথা দুটোই কমেছে। ম্যাচের আগে এখনো সময় আছে। আশা করছি, সেমিফাইনাল খেলতে পারব’—গতকাল বলেন বাংলাদেশ অধিনায়ক।

২০১৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে নিয়মিতই খেলছেন মিডফিল্ডার। অর্ধযুগের বেশি সময়ে জাতীয় দলের মাত্র দুই ম্যাচে দেখা যায়নি তাকে। কাকতালীয়ভাবে দুটি ম্যাচই ছিল শ্রীলংকার বিপক্ষে। ২০১৮ সালে নীলফামারীতে ফিফা প্রীতি ম্যাচের পর রোববার বঙ্গবন্ধু গোল্ডকাপের ম্যাচে দর্শক হয়ে ছিলেন ডেনমার্কে বেড়ে ওঠা ফুটবলার।

বুরুন্ডির বিপক্ষে সেমিফাইনাল প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘বুরুন্ডির ফুটবলাররা শারীরিকভাবে শক্তিশালী। তাদের ফরোয়ার্ড জসপিন শিমিরিমানা গোল করেছে। ম্যাচে আমাদের ডিফেন্ডারদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।২৯ বছর বয়সী মিডফিল্ডার যোগ করেন, ‘সেমিফাইনালে তপু বর্মণকে পাব না আমরা। এটা বড় ধাক্কা। তার পরও ম্যাচ নিয়ে আমরা ইতিবাচক। দেখা যাক কি হয়।

ইয়াসিন টুটুল অসুস্থ, এদিকে নিষেধাজ্ঞার কবলে তপু বর্মণ। তিন সেন্টারব্যাকের শূন্যতায় দুয়ার খুলতে পারে মানিকের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন