লিবিয়া সংকটে ফের বেড়েছে দাম

বণিক বার্তা ডেস্ক

সামরিক অবরোধের জেরে ওপেক সদস্যভুক্ত দেশ লিবিয়ায় দুটি শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল বেসের কার্যক্রম স্থগিত রয়েছে। ফলে দেশটি থেকে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে চাঙ্গা হয়ে উঠেছে পণ্যটির আন্তর্জাতিক বাজার। গতকাল এক সপ্তাহের সর্বোচ্চে উঠেছে অপরিশোধিত জ্বালানি তেলের দর। খবর আল জাজিরা রয়টার্স।

গতকাল আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি দাম দাঁড়িয়েছে ৬৫ ডলার ৫৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৭৪ সেন্ট বা দশমিক শতাংশ বেশি। একই সঙ্গে তা জানুয়ারির পর সর্বোচ্চ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের পর দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির জের ধরে ওইদিন পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৬৬ ডলারে উন্নীত হয়।

এদিকে গতকাল মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৫৯ ডলার ১২ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৫৮ সেন্ট বা শতাংশ বেশি। এর আগে ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা ঘিরে জ্বালানি পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৫৯ ডলার ৭৩ সেন্টে উন্নীত হয়েছিল।

লিবিয়ার ন্যাশনাল অয়েল করপোরেশন (এনওসি) সম্প্রতি জানিয়েছে, লিবিয়ান ন্যাশনাল আর্মির অনুগত সদস্যরা একটি পাইপলাইন বন্ধ করে দেয়ার পর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি বৃহৎ তেলক্ষেত্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, সংকট দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন