ফতুল্লায় বিদ্যুত্স্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েত নগরের শাসনগাঁও এলাকায় বিদ্যুত্স্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মাহবুব মিয়া (২৭) ও তার স্ত্রী খাদিজা আক্তার (২২) এবং প্রতিবেশী সুমি আক্তার (২৮)।

ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কাজল মিয়া জানান, গতকাল দুপুর সাড়ে ১২টায় এনায়েত নগরের শাসনগাঁও এলাকায় ওহাব সরদারের তিনতলা ভবনের ছাদে খাদিজা আক্তার ভেজা কাপড় শুকাতে যান। ভেজা কাপড় রশিতে ছড়িয়ে দেয়ার সময় ওপর দিয়ে প্রবাহিত ১ লাখ ৩৩ হাজার ভোল্টের তারের সঙ্গে খাদিজার স্পর্শ লেগে আগুন ধরে যায়। স্ত্রীকে বাঁচাতে মাহবুব মিয়া এগিয়ে গেলে তিনিও দগ্ধ হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

তিনি আরো জানান, ওই স্পার্কের আগুনের একটি অংশ পার্শ্ববর্তী মুসলিম সরদারের বাড়িতে গিয়ে পড়লে ওই বাড়িতেও আগুন ধরে যায়। খবর পেয়ে ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনে ওই বাড়ির দুটি কক্ষ পুড়ে গেছে। ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুতের আগুনে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান সন্ধ্যায় জানান, ফতুল্লায় বিদ্যুতের আগুনে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। আগুনে

মাহবুব মিয়ার শরীরের ৯৫ ভাগ, স্ত্রী খাদিজার ৭৫ ভাগ ও প্রতিবেশী সুমির ১০ ভাগ পুড়ে গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন