বেজার লাইসেন্স পেল ‘হোসেন্দি ইকোনমিক জোন’

১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন পরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে ২০টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর মধ্যে যে ১০টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলকে শিল্প স্থাপনে চূড়ান্ত লাইসেন্স দেয়া হয়েছে, সে তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে সিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানহোসেন্দি ইকোনমিক জোন

জোনটির সফল বাস্তবায়ন হলে প্রায় ১৫০ কোটি ডলার বিনিয়োগ হবে, যার মাধ্যমে সরাসরি প্রায় ১০ হাজার ১২৪ মানুষের এবং পরোক্ষভাবে আরো প্রায় ৫ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করেছেন উদ্যোক্তারা।

গতকাল অর্থনৈতিক অঞ্চলটির লাইসেন্স প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য মো. হারুনুর রশীদ, অশোক কুমার বিশ্বাস ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

হোসেন্দি ইকোনমিক জোনের চেয়ারম্যান শম্পা রহমান বলেন, বেজা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তরিক সহযোগিতায় হোসেন্দি ইকোনমিক জোনকে একটি আদর্শ বেসরকারি ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা হবে। এ জোন প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন