বিশ্বের দীর্ঘতম ফ্লাইট পরিচালনা

অভিজ্ঞ ক্রুদের সংখ্যা বাড়াচ্ছে কান্তাস

বিশ্বের দীর্ঘতম ফ্লাইট পরিচালনায় আরো অভিজ্ঞ পাইলট ক্রু নিয়োগ দিতে যাচ্ছে কান্তাস এয়ারওয়েজ লিমিটেড। বিষয় সম্পর্কে অবগত কয়েকটি সূত্র তথ্য নিশ্চিত করেছে।

সিডনি থেকে লন্ডন রুটে প্রায় ২১ ঘণ্টার ফ্লাইটের জন্য ১২টি এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজ কিনতে যাচ্ছে কান্তাস। কিন্তু আগামী মার্চে পাইলটদের বেতনসংক্রান্ত বিষয় অনুমোদন সাপেক্ষে উড়োজাহাজ ক্রয়ের চুক্তি চূড়ান্ত হবে।

অস্ট্রেলিয়াভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি বলছে, ফ্লাইটগুলো পরিচালনায় কোনো রেগুলেটরি প্রতিবন্ধকতা দেখছে না দেশটির এভিয়েশন নীতিনির্ধারক সংস্থাটি। সম্ভাব্য বিলম্বের ঘটনায় দীর্ঘতম ওই ফ্লাইট পরিচালনায় পাইলটদের ২৩ ঘণ্টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হতে পারে।

লন্ডন-সিডনি নিউইয়র্ক-সিডনি পরীক্ষামূলক ফ্লাইটে ক্রুদের অবসাদসংক্রান্ত বিষয়ের ওপর পরীক্ষা চালিয়েছে এয়ারলাইনটি।  সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন