ভুট্টার বৈশ্বিক মজুদ প্রাক্কলন বাড়িয়েছে ইউএসডিএ

বণিক বার্তা ডেস্ক

মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) ২০১৯-২০ বিপণন বর্ষে ভুট্টার বৈশ্বিক সমাপনী মজুদ প্রাক্কলন বাড়িয়েছে। সংস্থাটি ডিসেম্বরের বৈশ্বিক কৃষিপণ্য সরবরাহ চাহিদা প্রাক্কলন প্রতিবেদনে জানিয়েছে, এবার বিপণন বর্ষ শেষে খাদ্যপণ্যটির বৈশ্বিক মজুদ দাঁড়াবে ৩০ কোটি লাখ ৬০ হাজার টনে, যা আগের প্রাক্কলনের তুলনায় ৪৬ লাখ টন বেশি। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।

প্রতিবেদনে ইউএসডিএ জানায়, এবার কানাডা, কলোম্বিয়া প্যারাগুয়েতে ভুট্টার সমাপনী মজুদ কমবে। তবে চীন, বলিভিয়া তাইওয়ানে কৃষিপণ্যটির মজুদ বাড়তির দিকে থাকবে। এতে বিপণন বর্ষ শেষে সামগ্রিকভাবে পণ্যটির বৈশ্বিক সমাপনী মজুদে চাঙ্গা ভাব বজায় থাকবে।

মজুদের সঙ্গে ইউএসডিএ ভুট্টার বৈশ্বিক আমদানি প্রাক্কলনও বাড়িয়েছে। এবার বিপণন বর্ষে বিশ্বজুড়ে মোট ১৬ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টন ভুট্টা আমদানি হতে পারে। আগের প্রাক্কলনে এর পরিমাণ ছিল ১৬ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টন। সে হিসাবে সর্বশেষ প্রাক্কলনে খাদ্যপণ্যটির বৈশ্বিক আমদানি প্রাক্কলন বেড়েছে লাখ ২০ হাজার টন।

তবে প্রতিবেদনে পণ্যটির বৈশ্বিক রফতানি প্রাক্কলন কমিয়েছে ইউএসডিএ। প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনে বলা হয়, ২০১৯-২০ বিপণন বর্ষে বিশ্বজুড়ে সব মিলিয়ে ১৬ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টন ভুট্টা রফতানি হতে পারে। সর্বশেষ প্রতিবেদনে এর পরিমাণ কিছুটা কমিয়ে আনা হয়েছে।

এদিকে সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে ভুট্টার বৈশ্বিক উৎপাদন প্রাক্কলনে বড় ধরনের পরিবর্তন এনেছে সংস্থাটি। সময় খাদ্যপণ্যটির বৈশ্বিক উৎপাদন দাঁড়াতে পারে ১১০ কোটি ৮০ লাখ টনে। আগের মাসের প্রাক্কলনে এর পরিমাণ ছিল ১১০ কোটি ২০ লাখ টন। সে হিসাবে সর্বশেষ প্রতিবেদনে ভুট্টার বৈশ্বিক উৎপাদন প্রাক্কলন ৬০ লাখ টন বাড়িয়েছে ইউএসডিএ।

এদিকে বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্রে ২০১৯-২০ বিপণন বর্ষে (সেপ্টেম্বর-আগস্ট) ৩৪ কোটি ৭০ লাখ ১০ হাজার টন ভুট্টা উৎপাদন হতে পারে বলে জানিয়েছে ইউএসডিএ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন