মেক্সিকো থেকে চিনি আমদানি বাড়াবে যুক্তরাষ্ট্র

বণিক বার্তা ডেস্ক

মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) মেক্সিকো থেকে লাখ শর্ট টন (প্রতি শর্ট টনে হাজার পাউন্ড) পরিশোধিত চিনি আমদানির প্রত্যাশা করছে। অভ্যন্তরীণ বাজারে ঘাটতি মোকাবেলায় খাদ্যপণ্যটি আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইউএসডিএর বাণিজ্য বিভাগ সম্প্রতি তথ্য জানিয়েছে। খবর এগ্রি প্লাস। 

যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম প্রধান চিনি উৎপাদনকারী দেশ। তবে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দেশটিকে প্রতি বছর বিদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ চিনি আমদানি করতে হয়। মিষ্টি পণ্যটির আমদানিতে দেশটির অবস্থান দ্বিতীয় শীর্ষ। তবে এবার দেশটির চিনি উৎপাদনে মন্দা ভাব বজায় রয়েছে। নভেম্বরে ওয়ার্ল্ড এগ্রিকালচার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এস্টিমেটেড রিপোর্টে এবার মৌসুমে দেশটির চিনি উৎপাদন প্রাক্কলন আগের মাসের তুলনায় লাখ ৭২ হাজার শর্ট টন কমিয়ে এনেছে। ফলে অভ্যন্তরীণ চাহিদা পূরণে এবার দেশটিকে বাড়তি চিনি কিনতে হতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন