নভেম্বরে ইন্দোনেশিয়ায় জ্বালানি তেলের গড় দাম বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ায় জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী ছিল। সময়ে দেশটিতে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ডলার ৪৪ সেন্ট বৃদ্ধি পেয়ে গড়ে ৬৩ ডলার ২৬ সেন্টে বিক্রি হয়েছে। যেখানে এর আগের মাসে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৫৯ ডলার ৮২ সেন্টে। খবর অয়েলপ্রাইস ডটকম।

জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা অং প্রিবাদি মনে করেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পেছনে অনেক কারণ রয়েছে। এর অন্যতম হলো মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ। বাণিজ্য চুক্তি নিয়ে প্রথম পর্যায়ে চীন-যুক্তরাষ্ট্র আলোচনায় পৌঁছানোর ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। যে কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায়। তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে নিজেদের প্রত্যাহার নিয়ে বা ব্রেক্সিট ইস্যুতেও অনিশ্চয়তায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায়। এছাড়া ইন্দোনেশিয়ার ওপেক প্লাস জোটের উত্তোলন কমিয়ে দেয়ার পূর্বাভাসও জ্বালানি তেলের দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখছেন অং প্রিবাদি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন