ধলেশ্বরীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কারণ অনুসন্ধানে কমিটি

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

 নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জের সীমানাবর্তী এলাকা চরকিশোরগঞ্জে ধলেশ্বরী নদীর মোহনায় যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ যাত্রী গত শুক্রবার রাত পৌনে ২টায় দুর্ঘটনা ঘটে

এদিকে সংঘর্ষের কারণ অনুসন্ধানে গতকাল বিআইডব্লিউটিএর পক্ষ থেকে চার সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (নৌ-নিরাপত্তা) সাইফুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয় আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা সদরঘাট নদীবন্দরের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন

নারায়ণগঞ্জ নৌ-পুলিশ থানার ইনচার্জ আব্দুল হাকিম জানান, রাজধানীর সদরঘাট থেকে

ছেড়ে আসা চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চ বোগদাদিয়া-১৩-এর সঙ্গে শরীয়তপুর জেলার নড়িয়াঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ মানিকচাঁদ--এর মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই হুমায়ুন বন্দুকাছি (৩৫) নামে এক যাত্রী নিহত হন নিহত আহতদের রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে নিহত হুমায়ুন বন্দুকাছি শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেরার চরভদ্রপুর ইউনিয়নের আব্দুল হাই বন্দুকাছির ছেলে হতাহতরা মানিকচাঁদ--এর যাত্রী

বন্দর উপজেলার কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার রাত পৌনে ২টার দিকে দুই লঞ্চের  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির একটি দল রাতেই ঘটনাস্থলে পৌঁছে যদিও দুর্ঘটনার পরপর দুটি লঞ্চই গন্তব্যে পৌঁছে গেছে

তিনি জানান, দুর্ঘটনায় হুমায়ুন নামে এক যাত্রী নিহত হয়েছেন তবে এখন পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হয়নি মধ্য রাতে নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে

ব্যাপারে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খান জানান, দুর্ঘটনাকবলিত লঞ্চ দুটি একটি ছিল শরীয়তপুর অন্যটি চাঁদপুরের

আমার দুই জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের জেলার কোনো লোক দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন কিনা জানতে সকাল থেকে বিকাল পর্যন্ত নিখোঁজের বিষয়ে কেউ কিছু জানায়নি সকাল থেকে বিকাল পর্যন্ত নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরিদের নিয়ে যৌথভাবে নদীতে তল্লাশি চালিয়ে কোনো মরদেহের সন্ধান না পাওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন