গ্রাম পুলিশকে মারধর

মহেশপুরে ইউপি সদস্য ও সচিবের ছয় মাসের দণ্ড

বণিক বার্তা প্রতিনিধি ঝিনাইদহ

 ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ইউপি সদস্য সচিবকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়

গতকাল দুপুরে ঝিনাইদহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক এমএ আজহারুল ইসলাম রায় ঘোষণা করেন

দণ্ডপ্রাপ্তরা হলেন মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের আমির বক্স সরকারের ছেলে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান শহরের স্টেডিয়ামপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে একই ইউনিয়নের সচিব জহুরুল ইসলাম (৪৫) রায় ঘোষণাকালে তারা আদালতে উপস্থিত ছিলেন

মামলার বিবরণ থেকে জানা যায়, ইউপি সচিব জহুরুল ইসলাম ইউপি সদস্য হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ইউনিয়নে নানা অনিয়ম করে আসছিলেন এর প্রতিবাদ করায় ২০১৮ সালের আগস্ট ইউনিয়ন পরিষদে ডেকে এনে গ্রাম পুলিশ বিল্লাল হোসেনকে বেধড়ক মারধর করেন সচিব সদস্য ঘটনায় আগস্ট দুজনকে আসামি করে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন গ্রাম পুলিশ বিল্লাল দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় গতকাল রায় ঘোষণা করেন আদালত

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন