রাজবাড়ীতে স্ত্রী নির্যাতনের দায়ে স্বামীর সাতদিনের কারাদণ্ড

বণিক বার্তা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে স্ত্রীকে শারীরিক নির্যাতন করার অপরাধে জাহাঙ্গীর হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। দণ্ডিত জাহাঙ্গীর হোসেন গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের পৌরজামতলা এলাকার আব্দুল আজিজের ছেলে।

নির্যাতনের শিকার গৃহবধু খুরশিদা বেগম অভিযোগে জানান, পারিবারিক কলহের জের ধরে তার স্বামী জাহাঙ্গীর হোসেন তাকে প্রায়ই বেধরক মারপিট করে। শুক্রবার রাতে তুচ্ছ কারণে নির্মমভাবে তাকে পিটিয়ে জখম করে। এতে তার একটি চোখ জখম হয়ে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

এ পরিস্থিতিতে শনিবার ওই গৃহবধূ ভ্রাম্যমান আদালতে লিখিত অভিযোগ করলে আদালত নির্যাতনকারী স্বামী জাহাঙ্গীর হোসেনকে আটক করে এবং ঘটনার সত্যতা পেয়ে তাকে সাতদিনের কারাদণ্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, ওই গৃহবধূকে তার স্বামী যেভাবে মারপিট করেছে তা দেখে গা শিউরে ওঠে। ঘটনার সত্যতা পাওয়ায় তাকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন