২০২২ সালের পরও জিএসটি ক্ষতিপূরণ দিতে হবে ভারতকে

ভারতের মন্থর রাজস্ব প্রবৃদ্ধির কারণে ২০২২ সালের পরও পণ্য ও সেবা কর (জিএসটি) ব্যবস্থার আওতায় রাজস্ব ঘাটতির জন্য রাজ্যগুলোকে ক্ষতিপূরণ দেয়ার প্রয়োজন পড়তে পারে। ভারতের ১৫তম ফিন্যান্স কমিশনের (এফসি) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। আইন অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত ক্ষতিপূরণ দেয়ার কথা।

ভারতের কোনো রাজ্যের পক্ষেই বার্ষিক ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়, যে কারণে সরকারকে ২০১৪-২৫ সাল পর্যন্ত রাজ্যগুলোকে অন্তত ১ দশমিক ৬৭ ট্রিলিয়ন রুপি ক্ষতিপূরণ দিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজ্যগুলোর মধ্যে কর্ণাটকের সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রয়োজন পড়তে পারে। এর বাইরে আগামী বছরগুলোয় দিল্লিও বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে পড়তে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

রাজ্য জিএসটি (এসজিএসটি) ও বিক্রয় করসহ সবগুলো উৎস থেকে রাজস্ব কমার কারণে চলতি অর্থবছরে (২০১৯-২০) ভারতের রাজ্যগুলো তীব্র সংকটের মুখে রয়েছে।

            সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন