রবীন্দ্র সরোবরে তিন দিনব্যাপী প্রাণ চিনিগুঁড়া চাল নবান্ন উৎসব

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে শহরবাসীর মধ্যে ছড়িয়ে দিতে রাজধানীতে তিন দিনব্যাপীপ্রাণ চিনিগুঁড়া চাল নবান্ন উৎসব’-এর আয়োজন করা হয়েছে। আগামীকাল ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এ উৎসব শুরু হবে। গতকাল রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, জামাই মেলা, পালাগান, পুতুলনাচ, বায়স্কোপ, নাগরদোলা, পালকি, লাঠি খেলা, সাপ খেলা ও বানর নাচে ভরপুর থাকবে তিনদিনের এ আয়োজন। থাকবে ঢেঁকি, কুলা, মাথাল, জাঁতাকলসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা প্রদর্শনী। এছাড়া থাকছে পিঠা উৎসব ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ উৎসবের সাংস্কৃতিক পর্বের সমন্বয়কারী সত্যেন সেন শিল্পী গোষ্ঠী।

সংবাদ সম্মেলনে প্রাণ চিনিগুঁড়া চালের হেড অব মার্কেটিং মো. মুস্তাফিজুর রহমান, গুডলাক স্টেশনারির হেড অব মার্কেটিং ফাহিম হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) জিয়াউল হক, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এক্সপিইডেভের হেড অব অপারেশনস আদিল খান ও সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজুরুল ইসলাম চৌধুরী সুইট উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন