গাংনীর এসএসসি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা

বণিক বার্তা প্রতিনিধি মেহেরপুর

আগামী এসএসসি পরীক্ষায় মেহেরপুরের গাংনী উপজেলার পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। পরীক্ষা কেন্দ্রে নকল, অসদুপায় ও দুর্নীতি বন্ধে স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। গতকাল উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ইউএনও দিলারা রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাসার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাছুম, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী প্রেস ক্লাবের সভাপতি রমজান আলীসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ইউএনও জানান, সভায় গাংনী উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি অবহিত করা হয়। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে পরীক্ষার প্রায় দুই মাস আগে তাদের এ সিদ্ধান্ত জানানো হলো। উপজেলার ১২টি কেন্দ্রের মাধ্যমে ৭২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি মাদ্রাসার আনুমানিক সাড়ে চার হাজার পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা কেন্দ্রে বাড়তি নিরাপত্তার পাশাপাশি এবার প্রথম সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

গাংনী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, শুধু নকল নয়, শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেয় বা সহযোগিতা করেন। এমন অভিযোগ প্রায়ই আমাদের কাছে আসে। আমরা বিষয়টি ইউএনওকে জানিয়েছিলাম। তাই এ ধরনের প্রবণতা বন্ধে পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন