এক দশকের সর্বনিম্নে অস্ট্রেলিয়ার ক্যানোলা উৎপাদন

বণিক বার্তা ডেস্ক

 এক দশকে প্রথমবারের মতো ২০ লাখ টনের নিচে নামতে পারে অস্ট্রেলিয়ার ক্যানোলা উৎপাদন দেশটিতে বিদ্যমান শুষ্ক আবহাওয়া ক্যানোলাচাষীদের জন্য এবার খারাপ সময় বয়ে এনেছে খবর ফার্ম উইকলি

অস্ট্রেলিয়ান অয়েলসিড ফেডারেশনের (এওএফ) সর্বশেষ শস্য প্রতিবেদনে বলা হয়, ২০১৯-২০ মৌসুমে দেশটির ১৭ লাখ ২০ হাজার হেক্টর জমি থেকে সাকল্যে ১৯ লাখ টন ক্যানোলা সংগ্রহ করা যাবে, যা ২০০৯-১০ মৌসুমের পর সর্বনিম্ন প্রতিষ্ঠানটির জুলাইয়ের প্রাক্কলনের তুলনায় ২১ শতাংশ কম ওই সময়ে শস্যটি উৎপাদনের পূর্বাভাস করা হয়েছিল ২৪ লাখ টন

এছাড়া সর্বশেষ প্রতিবেদনে এওএফ দেশটিতে কৃষিপণ্যটির আবাদি জমির প্রাক্কলন ১৩ শতাংশ কমিয়েছে মাত্রাতিরিক্ত খরা পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে দেশটির কৃষকরা শস্যটি আবাদে আগ্রহ হারাচ্ছেন

অস্ট্রেলিয়ায় এবার হেক্টরপ্রতি ক্যানোলার গড় উৎপাদন দাঁড়াতে পারে দশমিক টনে এর মধ্যে কম বৃষ্টি সংঘটিত অঞ্চলে হেক্টরপ্রতি তেলবীজটির ফলন হতে পারে টন থেকে দশমিক টন পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত সংঘটিত অঞ্চলে ফলন কিছুটা বেড়ে দশমিক টন থেকে দশমিক টনে উন্নীত হতে পারে আর পর্যাপ্ত বৃষ্টিপাত সংঘটিত অঞ্চলে হেক্টরপ্রতি এর বেশি ফলনের প্রত্যাশা করছেন দেশটির কৃষকরা

আগের বছরে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলজুড়ে খরা বিরাজ করা সত্ত্বেও ২৩ লাখ টন ক্যানোলা উৎপাদিত হয়েছিল ওই সময়ে দেশটির পশ্চিমাঞ্চলে রেকর্ড উৎপাদনের জেরে সামগ্রিক উৎপাদন বেড়েছিল গত বছর অঞ্চল থেকে ১৪ লাখ ৪০ হাজার টন ক্যানোলা সংগ্রহ করেছিল দেশটি এবার পশ্চিমাঞ্চলে লাখ ৯২ হাজার টন ক্যানোলা উৎপাদনের প্রাক্কলন করেছে এওএফ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন