কল-কারখানা অধিদপ্তর

পরিদর্শনের আওতায় আসছে মেট্রোরেল প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

আবাসন, সড়ক যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন প্রকল্পের নির্মাণযজ্ঞ বেড়েছে। পাশাপাশি বেড়েছে নির্মাণ খাতে শ্রমনিরাপত্তার ঝুঁকিও। নির্মাণ খাতের শ্রমনিরাপত্তা নিশ্চিতে তাই বিশেষ উদ্যোগ নিয়েছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। এর অংশ হিসেবে আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতায় মন্ত্রণালয়ের অধীন কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) পরিদর্শকরা বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবেন। এর আওতায় অগ্রাধিকার ভিত্তিতে মেট্রোরেল প্রকল্পসহ প্রতি মাসে ৪০টি করে নির্মাণক্ষেত্র পরিদর্শন করা হবে।

জানা গেছে, গত ২৭ অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ড্যানিশ ওয়ার্কিং এনভায়রনমেন্ট অথরিটির (ডিডব্লিউইএ) সহযোগিতায় সংস্থাটির পাঁচজন মাস্টার ট্রেইনারের তত্ত্বাবধানে ডিআইএফই ঢাকা কার্যালয়ের ১৯ জন পরিদর্শককে নির্মাণ খাতে শ্রম পরিদর্শনসংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ১৬০টি নির্মাণ সাইট পরিদর্শনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মাসে ৪০টি নির্মাণ সাইট পরিদর্শন করা হবে। ঢাকার পর পর্যায়ক্রমে ২২টি জেলায়ও নির্মাণ খাতের বিশেষ পরিদর্শন কার্যক্রম চলবে।

জানতে চাইলে ডিআইএফইর মহাপরিদর্শক শিব নাথ রায় বণিক বার্তাকে বলেন, মেট্রোরেল প্রকল্পসহ সব ধরনের নির্মাণ কর্মযজ্ঞ পরিদর্শন আমাদের অগ্রাধিকারে রয়েছে। এমনকি পদ্মা সেতু নির্মাণকাজে শ্রমনিরাপত্তার বিষয়গুলো তদারক করা হবে। ডেনমার্কের সহযোগিতায় নির্মাণ খাতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। যারা প্রশিক্ষণ পেলেন, তারা ডিআইএফইর ১৮৬ জন পরিদর্শককে প্রশিক্ষণ দেবেন। ঢাকার পর পর্যায়ক্রমে অন্যান্য জেলার নির্মাণকাজের শ্রমনিরাপত্তাও আমরা পরিদর্শন করব।

কল-কারখানায় নিয়মিত শ্রম পরিদর্শনের বাইরে নির্মাণ সাইট পরিদর্শনের বিষয়ে ঢাকার উপমহাপরিদর্শক আহমেদ বেলাল বলেন, শ্রম পরিদর্শকরা কল-কারখানা পরিদর্শনের পাশাপাশি অন্যান্য কর্মক্ষেত্র নিয়মিত পরিদর্শন করেন। নির্মাণ খাতের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে আমরা বিশেষ পরিদর্শনের কার্যক্রম শুরু করেছি। নির্মাণ সাইট পরিদর্শনের একটি চেকলিস্টও প্রস্তুত করা হয়েছে।

শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্মাণকাজ পরিদর্শনের চেকলিস্টে উঁচু স্থানে কর্মরত শ্রমিকের নিরাপত্তা গুরুত্ব পেয়েছে। এছাড়া শ্রমিকের ভার বহনসীমাসহ সুরক্ষা উপকরণ ব্যবহারেও গুরুত্ব দেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন