যশোরে কারেন্ট পোকার আক্রমণ আমনের ফলন নিয়ে উদ্বিগ্ন কৃষক

বণিক বার্তা প্রতিনিধি যশোর

 যশোরে আমন ক্ষেতে কারেন্ট পোকা নামে পরিচিত বাদামি গাছ ফড়িংয়ের (বিপিএইচ) আক্রমণ দেখা দিয়েছে ধান কাটার আগ মুহূর্তে পোকার আক্রমণে উদ্বিগ্ন কৃষকরা তবে কৃষি কর্মকর্তারা বলছেন, অবস্থা অতটা গুরুতর নয়

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে যশোরে লাখ ৩৪ হাজার ৯৭৫ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এর বিপরীতে আবাদ হয়েছে লাখ ৩৯ হাজার ১২৫ হেক্টরে কয়েক সপ্তাহ পর পুরোদমে ধান কাটা শুরু হবে তবে এমন সময়ে এসে বিভিন্ন উপজেলায় আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ দেখা গেছে এর মধ্যে সদর উপজেলায় আক্রান্ত জমির পরিমাণ বেশি

সদর উপজেলার চূড়ামনকাটি ছাতিয়ানতলা গ্রামের কৃষক কবির সর্দার বলেন, চলতি আমন মৌসুমে চার বিঘায় ধান চাষ করেছি এর মধ্যে প্রায় দেড় বিঘা জমিতে কারেন্ট পোকা ধরেছে কয়েক দিন আগে কীটনাশক দিয়েছি এখন কী হবে জানি না

একই এলাকার আরেক কৃষক আলতাপ শেখ বলেন, রোপা আমনের ক্ষেতে কারেন্ট পোকা আক্রমণ করেছে আক্রান্ত ক্ষেত দূর থেকে

দেখলে মনে হচ্ছে ধান পেকে গেছে ধানের শীষ গাছ সম্পূর্ণ সোনালি রঙ ধারণ করেছে কিন্তু গাছে ধানের ভেতরে কোনো দানা নেই ধান চিটা হয়ে গেছে

জামশেদ, তোতা খালেক নামের আরো কয়েকজন কৃষক বলেন, কারেন্ট পোকা এক জমিতে লাগলে অন্য জমিতেও দ্রুত ছড়িয়ে পড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কোনো কৃষি কর্মকর্তা পোকা থেকে মুক্তির কোনো প্রকার তথ্য দিচ্ছেন না

একই অবস্থা অভয়নগরে উপজেলার বগুরাতলা গ্রামের মাছুম শেখ বলেন, এবার আমি তিন বিঘা জমিতে আমনের আবাদ করেছি এর মধ্যে দেড় বিঘা জমির ধানে পোকার আক্রমণ দেখা দিয়েছে এতে সব ধান নষ্ট হয়ে গেছে

বাঘারপাড়া উপজেলার ধুপখালী গ্রামের মাহবুবুর রহমান জানান, বিঘা ১৫ কাঠা জমিতে আমন আবাদ করেছিলাম এর মধ্যে ১০ কাঠা জমিতে কারেন্ট পোকা লেগেছে ওই জমির ধান সম্পূর্ণ চিটা হয়ে গেছে

একই উপজেলার ধলগ্রামের কৃষক রফিকুল বিশ্বাস জানান, তিনি এবার পাঁচ বিঘা জমিতে আমন আবাদ করেছেন, যার মধ্যে প্রায় এক বিঘা জমির ধান পোকায় নষ্ট হয়ে গেছে

ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ বলেন, কিছু জমিতে কারেন্ট পোকা লাগলেও তেমন ক্ষতি হয়নি কৃষকদের সঙ্গে কথা বলে আমরা পোকা দূর করার পরামর্শ দিচ্ছি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপপরিচালক সুশান্ত কুমার তরফদার বলেন, অন্ধকারাচ্ছন্ন আলো-বাতাস কম থাকে এমন জমিতে পোকার আক্রমণ

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন