তিনদিনে শীতলক্ষ্যা তীরের ৬৯ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) গত তিনদিনের অভিযানে শীতলক্ষ্যা তীরের ৬৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এর মধ্যে গতকাল সকাল থেকে উপজেলার বেলদী এলাকায় নদীর তীর দখল করে গড়ে ওঠা দুটি ইটভাটার ১৬টি দেয়াল ১১টি স্থাপনা উচ্ছেদ করা হয়

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট নৌ মন্ত্রণালয়ের উপসচিব এসএম হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় সময় বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক শহীদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুর রহমান জানান, শফিকুর রহমানের মালিকানাধীন আরএনকে মুজিবুর রহমানের মালিকানাধীন এমএএফ ইটভাটা শীতলক্ষ্যা নদীর প্রায় দুই হাজার ফুট দৈর্ঘ্য ২০০ ফুট প্রশস্ত জমি দখল করে ব্যবসা করে আসছিল বিআইডব্লিউটি গতকাল অভিযান চালিয়ে দুটি ইটভাটার অবৈধ অংশ গুঁড়িয়ে দেয় পরে একেএম আলাউদ্দিনের মালিকানাধীন রেডিয়েন্ট শিপইয়ার্ডে অভিযান পরিচালনা করা হয় প্রতিষ্ঠানটি নদীর তীরে জাহাজ ওঠানামার জন্য আগে লাইসেন্স নিলেও সেটা নবায়ন করেনি এছাড়া মাত্র ৫০ শতাংশ জমি ব্যবহারের জন্য লাইসেন্সের আবেদন করলেও কয়েক গুণ বেশি জমি ব্যবহার করছিল কর্তৃপক্ষ সময় নদীর তীর থেকে ১৫০ ফুট জমি মেপে নদীর জমিতে লাল রঙের নিশান গেড়ে দেয়া হয়

এর আগে গত মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকায় অভিযানকালে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটার ২৮টি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে প্রায় তিন একর নদীর জমি উদ্ধার করা হয় এদিকে গত সোমবার বেলা ১১টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকায় অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ অভিযানকালে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরের প্রায় চার একর জমি দখল করে গড়ে ওঠা তিনটি অবৈধ ইটভাটার ৩০টি স্থাপনা তিনটি চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন