পরিবেশ দূষণ

কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইজকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

 পরিবেশ দূষণের দায়ে কক্সবাজারের পাঁচতারকা হোটেল ওশান প্যারাডাইজ অ্যান্ড রিসোর্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর হোটেল থেকে নির্গত বর্জ্য পরিবেশ অধিদপ্তরের আদর্শ মানমাত্রার বেশি হওয়ায় হোটেল কর্তৃপক্ষকে জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেইন

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অক্টোবরে কক্সবাজারের ওশান প্যারাডাইজ অ্যান্ড রিসোর্ট পরিদর্শন করে সেখান থেকে নির্গত বর্জ্য পরীক্ষা করে পরিবেশ অধিদপ্তর পরীক্ষায় বিওডি, ফসফেট এবং এসএস আদর্শ মানের অনেক বেশি পাওয়া যায় পরবর্তী সময়ে তাদের বর্জ্যের মান ঠিক করার জন্য এক মাস সময় দেয়া হয় এক মাস পর পরিবেশ অধিদপ্তর আবারো প্রতিষ্ঠানটির বর্জ্য পরীক্ষা করলে বর্জ্যের বিওডি আদর্শ মানের বেশি পাওয়া যায় কারণে প্রতিষ্ঠানটিকে গতকাল শুনানিতে ডাকে পরিবেশ অধিদপ্তর

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক (কারিগরি) মুক্তাদির হাসান বণিক বার্তাকে জানান, কক্সবাজারের আবাসিক হোটেল ওশান প্যারাডাইজ অ্যান্ড রিসোর্টকে গত মাসে একবার পরীক্ষা করে তরল বর্জ্যের মানমাত্রা বেশি পাওয়া গেলে প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে এক মাস সময় দেয়া হয় কিন্তু এক মাস পরও তাদের বর্জ্যের মান পরিবেশ অধিদপ্তরের মানমাত্রার বাইরে পাওয়া গেছে সেজন্য গতকাল শুনানিতে আমাদের গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া পরবর্তী সময়ে এমন প্রমাণ পাওয়া গেলে আরো বড় ধরনের শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন