পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে —খাদ্যমন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি নওগাঁ

 শিক্ষার মান উন্নয়ন শিক্ষার প্রতি ছাত্রছাত্রীদের মনোযোগী করে তুলতে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গতকাল দুপুরে নওগাঁর পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলোয় স্কুল মিল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলে তিনি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আরো বেশি আগ্রহী করে তুলতে দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্প চালু করেছে শিক্ষার্থীদের আরো মেধাবী করে গড়ে তুলতে এবং স্বাস্থ্যসেবার মান বাড়াতে পুষ্টিকর খাবারের দিকে নজর দিয়েছে সরকার ভবিষ্যতে সরকার দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল মিল চালু করবে এবং এতে শিক্ষার্থীরা তাদের পড়ার প্রতি মনোযোগী হবে

উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি বিভাগ কামরুজ্জামান, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্কুল ফিডিং প্রকল্পের সহকারী পরিচালক আব্দুল মান্নান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন