নেত্রকোনায় কলমাকান্দা সীমান্তে ৫৩টি ভারতীয় গরু আটক

বণিক বার্তা প্রতিনিধি, নেত্রকোনা

নেত্রকোনায় ভারতীয় সীমান্ত কলমাকান্দায় কালাপানি নামক স্থানে বিজিবি যৌথ অভিযান চালিয়ে ৫৩টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়ান। তবে চোরাচালানে সম্পৃক্ত কাউকে আটক করা যায়নি।

বিজিবি ৩১ ব্যাটালিয়ান নেত্রকোনা অধিনায়ক মো. মাহমুদুল হাসান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়ান এর উপজেলার লেঙ্গুরা ও খারনৈ বিওপির দুইটি ক্যাম্পের জোয়ানরা সুবেদার মোকছেদ আলীর নেতৃত্বে শুক্রবার রাতে যৌথভাবে অভিযান চালায়। ওইদিন রাত ১১টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী পিলার ১১৭১/৮ এস-এর ৪’শ গজ অভ্যন্তরে কালাপানি নামক স্থানে ৫৩টি ভারতীয় গরু আটক করে। আটককৃত গরুগুলোর আনুমানিক মূল্য ১৩ লাখ ২৫ হাজার টাকা। 


তিনি আরো জানান, আটককৃত গরুগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় পাচার ও অপরাধ রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন