ভোলায় সংঘর্ষ

জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন জমা

বণিক বার্তা প্রতিনিধি ভোলা

 ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে গতকাল সকাল ১০টায় ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিকের কাছে ১৫ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদুর রহমান

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক বলেন, বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনার পুরো তদন্ত প্রতিবেদন আমার হাতে এসেছে ১৫ পৃষ্ঠার প্রতিবেদনটি বরিশাল বিভাগীয় কমিশনার ডিআইজির মাধ্যমে মন্ত্রণালয় পাঠানো হবে তবে প্রতিবেদনে তদন্ত কমিটির বক্তব্য বা মন্তব্য নিয়ে বলতে তিনি অপরাগতা প্রকাশ করেন

তদন্ত কমিটির প্রধান মাহমুদুর রহমান জানান, ২০ অক্টোবর তদন্ত কমিটি গঠন করা হয় তিন কার্যদিবসে প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও তদন্তের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় আমরা জেলা প্রশাসনের কাছ থেকে সময় চেয়ে আরো দুদিন সময় বাড়িয়েছি গত শুক্রবার রাতে প্রতিবেদন তৈরির কাজ শেষ হয় গতকাল সকালে জেলা প্রশাসকের হাতে তা আমরা হস্তান্তর করেছি

উল্লেখ্য, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার প্রতিবাদে বোরহানউদ্দিনে তাওহিদী জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয় ঘটনায় ওইদিনই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন কমিটির বাকি সদস্যরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি আতাউর রহমান অতিরিক্ত পুলিশ সুপার মোহাসিনুল হাকিম সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন