নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বণিক বার্তা ডেস্ক

 পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-সন্ত্রাস-জঙ্গিমুক্ত দেশ গড়ি স্লোগানে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে দিবসটি উপলক্ষে গতকাল শোভাযাত্রা আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় প্রতিনিধিদের পাঠানো খবর

যশোর: কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে গতকাল জেলা পুলিশের উদ্যোগে শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয় এর উদ্বোধন করেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . আনোয়ার হোসেন সময় অন্যদের মধ্যে ভাষাসৈনিক মঈনুদ্দিন মিয়াজী, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ অংশ নেন

বাগেরহাট: দিবস উপলক্ষে সকালে পুরাতন জেলখানার সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় পরে স্বাধীনতা উদ্যানে আয়োজন করা হয় আলোচনা সভার এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট- আসনের সংসদ সদস্য মো. মোজাম্মেল হোসেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন

রাজবাড়ী: সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন রাজবাড়ী- আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী পরে দিসব উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভার আয়োজন করা হয় রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় রাজবাড়ী- আসনের সংসদ সদস্য জিল্লুুল হাকীম, জেলা প্রশাসক দিলসাদ বেগম প্রমুখ বক্তব্য রাখেন

কিশোরগঞ্জ: দিবস উপলক্ষে গতকাল শোভাযাত্রা আলোচনা সভার আয়োজন করা হয় এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ- আসনের সংসদ সদস্য নূর

মোহাম্মদ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন

জয়পুরহাট: কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি শোভাযাত্রা বের করা হয় পরে আয়োজন করা হয় আলোচনা সভার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের সভাপতিত্বে সভায় জয়পুরহাট- আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জয়পুরহাট জেলা দায়রা জজ এমএ রব হাওলাদার, জেলা প্রসাশক মোহাম্মদ জাকির হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজ?

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন