চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

বণিক বার্তা ডেস্ক

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:

সিরাজগঞ্জ: গতকাল সকালে জেলার রায়গঞ্জে ট্রাকচাপায় শিউলী খাতুন (৩০) জেল হোসেন (৬৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিন ভ্যানযাত্রী। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আহসান হাবিব জানান, সকাল ৯টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতী কামারপাড়া ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চার ভ্যানযাত্রীকে উদ্ধার করেন। রায়গঞ্জ উপজেলার সরাই হাজীপুর গ্রামের আব্দুল হামিদ খাঁর মেয়ে শিউলী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পথে একই উপজেলার লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ খলিপাপাড়া গ্রামের জেল হোসেন মারা যান হাসপাতালে নেয়ার পথে।

আহতরা হলেন খলিফাপাড়া গ্রামের সাহেদ আলী (৬৩), আব্দুস ছালাম (৩০) জুবায়ের (১৫)

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া: শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে বাস উল্টে মা মেয়েসহ তিনজন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রহবল এলাকার পুলিশ বক্সের কাছে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বহরা গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর খাতুন (২২), তার আড়াই বছরের মেয়ে মঞ্জিলা আকতার দিনাজপুরের কাহারোল উপজেলার আল-আমিনের তিন বছরের ছেলে মেহেদী হাসান।

পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাহবার এন্টারপ্রাইজের একটি বাস শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ধানক্ষেতে উল্টে পড়ে যায়। ওই সময় বৃষ্টি হচ্ছিল।

ঘটনাস্থলেই গৃহবধূ শাবনুর, তার মেয়ে মঞ্জিলা আকতার শিশু মেহেদী হাসান

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন