জাপানি নাগরিকত্ব নিলেন ওসাকা

সুযোগ ছিল যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের তবে নাওমি ওসাকা বেছে নিলেন মায়ের দেশ জাপানকেই ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমস সামনে রেখে তিনি সিদ্ধান্ত নিলেন

জাপানি মা হাইতিয়ান বাবার সন্তান ওসাকার বরাত দিয়ে জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানায়, জাপানি নাগরিকত্ব নিতে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন ২১ বছর বয়সী টেনিস তারকা আগামী সপ্তাহে তার জন্মদিন, একে সামনে রেখেই জাপানের নাগরিকত্ব নিলেন

জাপানি আইনে বলা আছে, যেসব জাপানির একাধিক দেশের নাগরিকত্ব গ্রহণের সুযোগ রয়েছে তাদের ২২ বছর পূর্ণ হওয়ার আগেই একটিকে বেছে নিতে হবে ওসাকা বেছে নিলেন জাপানকে নিয়ে দুবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন বলেন, জাপানের প্রতিনিধি হয়ে অলিম্পিক গেমসে অংশগ্রহণের বিষয়টি আমাকে বিশেষ অনুভূতি এনে দিচ্ছে দেশের গৌরবের জন্য যখন খেলব, তখন এর সঙ্গে আমার আবেগ আরো বেশি মিশে যাবে

অলিম্পিক গেমসে স্বর্ণের জন্যই খেলবেন বলে জানান ওসাকা, যদিও তিনি প্রত্যাশার চাপের কথাটিও বলতে ভুললেন না

জাপানের খেলাধুলায় ওসাকা এখন একজন আইকন তার প্রতিটি মুভ অনুসরণ করে জাপানি সংবাদমাধ্যম বিশেষ করে, জাপানি মায়ের সন্তান হওয়ায় দেশটিতে তাকে নিয়ে উন্মাদনার শেষ নেই তাই অনেক জাপানি ব্র্যান্ডেরও দূত তিনি গত মাসে ওসাকায় অনুষ্ঠিত প্যান প্যাসিফিক ওপেনেও মূল আকর্ষণ ছিলেন ওসাকা

মা-বাবার দুই দেশ নিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখিও হতে হয় ওসাকাকে বিশেষ করে জাপানিরা এমন একটি জাতি, যেখানে সমজাতিকে উৎসাহিত করা হয় এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন