মায়াঙ্ক-কোহলিতে বড় সংগ্রহের পথে ভারত

পুনেতে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টেও দাপট দেখাচ্ছে স্বাগতিক ভারত প্রথম দিন শেষে ব্যাট হাতে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়ে রেখেছে বিরাট কোহলির দল আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা মায়াঙ্ক আগারওয়াল ম্যাচেও পেয়েছেন সেঞ্চুরি তার বিদায়ের পর এখন ব্যাট হাতে ভারতকে টানছেন অধিনায়ক কোহলি আজিঙ্কা রাহানে দিন শেষে ভারতের সংগ্রহ উইকেটে ২৭৩ রান

সিরিজ নিশ্চিত করার টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত এদিন সবচেয়ে বেশি চোখ ছিল আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মার দিকে তবে দলীয় ২৫ রানের মাথায় কাগিসো রাবাদার দারুণ বলে ফিরেছেন রোহিত ১৪ রান করেন ভারতীয় ওপেনার এরপর চেতেশ্বর পুজারাকে নিয়ে দারুণ এক জুটি গড়েন মায়াঙ্ক দুজনের ১৩৮ রানের ইনিংসটিই বড় সংগ্রহের ভিত গড়ে দেয় ভারতকে অবশ্য ৫৮ রান করা পুজারাকে ফিরিয়ে প্রোটিয়াদের ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন রাবাদা তবে শতকের পথে থাকা মায়াঙ্ক নিরাশ করেন অতিথিদের তাকে সঙ্গ দেন অধিনায়ক কোহলি দুজনের জুটি দলকে নিয়ে যায় ১৯৮ রানে তবে শতকের পর ইনিংস বেশি বড় করতে পারেননি মায়াঙ্ক রাবাদার তৃতীয় শিকার হয়ে ফেরেন ১৯৫ বলে ১৬ চার ছক্কায় ১০৮ রান করা মায়াঙ্ক তবে দলকে আর কোনো বিপদে পড়তে দেননি কোহলি রাহানে অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে দিন শেষ করেন তারা ৬৩ রানে কোহলি এবং রাহানে অপরাজিত আছেন ১৮ রানে উইকেট নিয়ে রাবাদাই প্রোটিয়াদের সফল বোলার

ক্রিকইনফো, এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন