ধর্মের নামে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না —নারায়ণগঞ্জ পুলিশ সুপার

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

 ধর্মের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বিশৃঙ্খলাকারীদের কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে গতকাল দুপুরে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা জানান তিনি

মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, নারায়ণগঞ্জের মণ্ডপগুলোয় যেন কেউ মাতাল অবস্থায় গিয়ে প্রতিমাকে অসম্মান করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে ধর্মের নামে কেউ বিশৃঙ্খলা করবে বা মণ্ডপে হামলা করবে, সেটা করতে দেয়া হবে না সেজন্য জেলার প্রত্যেক নাগরিককে পুলিশের পক্ষ থেকে সোচ্চার থাকতে বলা হচ্ছে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা উদযাপনের জন্য যা যা করা দরকার, পুলিশ সব কিছুই করবে

তিনি বলেন, উৎসবকে সুন্দরভাবে সমাপ্ত করা সব ধর্মের মানুষের দায়িত্ব তাই প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক নজরদারি রাখাসহ পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নিতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি

পরে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ হিন্দু সম্প্রদায়ের দুস্থ অসহায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন সময় অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন