পুরনো এলসি দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

বণিক বার্তা প্রতিনিধি, হিলি ও সাতক্ষীরা

 রফতানি জটিলতায় চারদিন আটকে থাকার পর গতকাল পুরনো এলসি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয় অন্যদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আজ থেকে আমদানি শুরু হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা

ভারত সরকার পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করার পর চারদিন হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রফতানি পুরোপুরি বন্ধ ছিল কিন্তু পুরনো এলসির বিপরীতে পেঁয়াজ সরবরাহ করতে আমদানিকারকদের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয় গতকাল থেকে পুরনো এলসির বিপরীতে পেঁয়াজ সরবরাহ শুরু করে ভারত গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৫৭ ট্রাকে এক হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, ভারত সরকার রফতানি বন্ধ করে দেয়ায় সে দেশে ৬৫-৭০টি ট্রাকে প্রায় দেড় হাজারের টন পেঁয়াজ আটকা পড়ে রফতানি বন্ধ করে দেয়ার পর থেকেই পুরনো এলসিগুলোর বিপরীতে পেঁয়াজ রফতানি করতে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আসছিলেন আমদানিকারকরা পাশাপাশি বাংলাদেশ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে পেঁয়াজ রফতানি করতে গত মঙ্গলবার ভারতের দিল্লিতে সে দেশের বাণিজ্য মন্ত্রণালয় বৈঠকে বসে কিন্তু তা ফলপ্রসূ না হওয়ায় সেদিন বন্দর দিয়ে কোনো পেঁয়াজ রফতানি করেনি ভারত গত বুধবার আবার বৈঠকে বসে ভারত বৈঠক ফলপ্রসূ হওয়ায় বৃহস্পতিবার বিকালে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৫০ ডলারে খোলা এলসির বিপরীতে

পেঁয়াজ সরবরাহের অনুমতি দেয় ভারত সরকার তবে এদিন সন্ধ্যায় রফতানি আদেশের কপি কাস্টমসে এলেও সময় শেষ হওয়ায় বন্দর দিয়ে আর কোনো পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেনি পরে গতকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বণিক বার্তাকে বলেন, ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট দাম বাড়ায় গত রোববার বিকাল থেকে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে পেঁয়াজ রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় ভারত সরকার কিন্তু সে দেশে আটকে থাকা পুরনো এলসির পেঁয়াজ আমদানি করতে গতকাল ছুটির দিনেও বন্দর খোলা রাখার অনুরোধ করেন ভারতীয় ব্যবসায়ীরা

এদিকে গত রোববার থেকে রফতানি বন্ধ করে দেয়ায় হিলি স্থলবন্দরেই পেঁয়াজের দাম ৮০-৮৫ টাকায় উঠে আসে এমনকি কোনো কোনো স্থানে ১০০ টাকার উপরেও বিক্রি হয় গত কয়েক দিনে দাম কিছুটা স্বাভাবিক হয়েছে সরবরাহ বাড়তে থাকায় দাম আরো কমতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা গতকাল সন্ধ্যা পর্যন্ত আমদানি করা এসব পেঁয়াজের বিক্রি শুরু না হলেও আমদানিকারকদের পক্ষ থেকে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম চাওয়া হয়

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন