মোবাইল মানি এজেন্সির ওপর নিষেধাজ্ঞা আরোপ জিম্বাবুয়ের

বণিক বার্তা ডেস্ক

মোবাইল মানি এজেন্সির নগদ অর্থ উত্তোলন জমা কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংক। সিদ্ধান্তের ফলে মোবাইলে অর্থ লেনদেন আর্থিক অন্তর্ভুক্তীকরণ বড় বাধার মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নগদ অর্থের তীব্র সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আফ্রিকার দেশটি এবং খুব অল্প ব্যাংকই সঞ্চয়কারীদের নগদ অর্থ সরবরাহ করতে পারছে। নগদ অর্থের জন্য জিম্বাবুয়ের মানুষ মোবাইল মানি এজেন্সিগুলোর কাছে যাচ্ছে এবং তারা অবৈধভাবে নগদ অর্থ বিক্রি করছে। যার প্রিমিয়াম সম্প্রতি ৬০ শতাংশে দাঁড়িয়েছে।

মোবাইল মানি এজেন্সির নগদ অর্থ লেনদেন বন্ধের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংক জানায়, কিছু অর্থনৈতিক এজেন্ট অবৈধ তত্পরতায় যুক্ত এবং তারা ক্যাশ-ইন, ক্যাশ-আউট ক্যাশ-ব্যাক সুবিধার অপব্যবহার করছে।

বিবৃতিতে আরো বলা হয়, নির্দিষ্ট কাঠামোর বাইরে গিয়ে লেনদেনে অতিরিক্ত কমিশন দাবি স্বাভাবিক আর্থিক ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং পণ্য সেবার দামে বিচ্যুতি ঘটিয়েছে।

            সূত্র: ফিন টোয়েন্টিফোর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন