ইথিওপিয়ার কফি রফতানি বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ইথিওপিয়ার কফি রফতানিতে চাঙ্গা ভাব বজায় রয়েছে। এ খাত থেকে দেশটির আয়ও বেড়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইথিওপিয়ান নিউজ এজেন্সির (ইএনএ) একটি প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য প্রকাশ করা হয়েছে। খবর ইথিওপিয়ান হাব।

ইএনএর তথ্য অনুযায়ী, জুলাই ও আগস্টে দেশটি থেকে সব মিলিয়ে ৫২ হাজার ৩০০ টন কফি রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ হাজার ৫৮৫ টন বেশি।

পানীয় পণ্যটির রফতানি বাড়ার সঙ্গে সঙ্গে এ খাতে দেশটির আয় বেড়েছে। এ সময় কফি রফতানি বাবদ ইথিওপিয়ার আয় দাঁড়িয়েছে ১৮ কোটি ৩৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৬০ লাখ ডলার বেশি।

এ সময় ইথিওপিয়া থেকে কফির শীর্ষ গন্তব্য ছিল জার্মানি, সৌদি আরব ও জাপান। এছাড়া যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া, ইতালি, ফ্রান্স, সুদান ও অস্ট্রেলিয়াতেও কফি রফতানি করেছে দেশটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন