শ্রীপুরে হাটের অর্ধেক পশুই বাইরের

বণিক বার্তা প্রতিনিধি  শ্রীপুর 

কোরবানির সময় ঘনিয়ে আসায় গাজীপুরের শ্রীপুরে জমে উঠেছে গবাদি পশু বেচাকেনা। ক্রেতা ও দর্শনার্থীর ভিড়ে দাম নিয়ে বিক্রেতাদের হাঁকডাকে উপজেলার পশুর হাটগুলোও বেশ জমজমাট। সংশ্লিষ্টরা বলছেন, হাটে বিক্রির জন্য আনা অর্ধেক পশুই বাইরের। এ কারণে সরবরাহ ভালো থাকায় দাম নাগালের মধ্যে আছে।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর এবার কোরবানিতে প্রায় ১১ হাজার গবাদি পশুর চাহিদা রয়েছে। তবে উপজেলার ১২০টি বাণিজ্যিক খামার ও ক্ষুদ্র খামারিদের কাছে ৪ হাজার ২৩৭টি কোরবানিযোগ্য পশু আছে। অর্থাত্ স্থানীয় গবাদি পশু দিয়ে উপজেলার অর্ধেক চাহিদাই মেটানো যাবে না। এ কারণে এবার প্রচুর গবাদি পশু হাটে আনা হয়েছে।

টাঙ্গাইল থেকে উপজেলার লোহাই হাটে গরু নিয়ে এসেছেন মোসলেম উদ্দিন নামের এক গরু ব্যবসায়ী। তিনি বলেন, বাজার ভালো আছে। বিক্রিও হচ্ছে ভালো।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম উকিল উদ্দিন বলেন, শিল্পাঞ্চল হওয়ায় এখানকার মানুষের পশু পালনে আগ্রহী কম। তবে ভালো দাম পাওয়ায় উপজেলায় খামারির সংখ্যা দিন দিন বাড়ছে। আশা করি, আগামীতে কোরবানিতে গবাদি পশু চাহিদার পুরোটাই স্থানীয়ভাবে মেটানো যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন