ব্লক মার্কেটে ১১৩ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্লক মার্কেটে মোট ১১৩ কোটি টাকার লেনদেন হয়েছিল। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩৭ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসইর তথ্য অনুসারে, গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, ইফাদ অটোস, বিডি ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো, ইসলামী ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল আইসিবি সোনালী ব্যাংক ওয়ান মিউচুয়াল ফান্ড। আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে ১০ কোম্পানিরই ৮৭ কোটি ৬৭ লাখ টাকা লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারদর ছিল ৬১ টাকা ৫০ পয়সা। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২২৫ টাকা ৪০ পয়সা। তৃতীয় সর্বোচ্চ এডিএন টেলিকমের ১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১০৩ টাকা ৯০ পয়সা।

ব্লকে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে ইফাদ অটোসের কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের কোটি ৬০ লাখ ৪০ হাজার, ন্যাশনাল ব্যাংকের কোটি ১৪ লাখ ১০ হাজার, বেক্সিমকোর কোটি ৩৮ লাখ ৪০ হাজার, ইসলামী ইন্স্যুরেন্সের কোটি ১৬ লাখ ৩০ হাজার, আলহাজ টেক্সটাইলের কোটি ২৪ লাখ ৯০ হাজার আইসিবি সোনালী ব্যাংক ওয়ান মিউচুয়াল ফান্ডের কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন