শব্দদূষণ রোধে বিআরটিএ

ইসলামিক ফাউন্ডেশনকে এগিয়ে আসার আহবান উপদেষ্টার

ছবি : বিজ্ঞপ্তি থেকে

শব্দদূষণ নিয়ন্ত্রণে বিআরটিএ ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষক কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানান পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারত্বমূলক প্রকল্পের আয়োজনে দিনব্যাপী টিওটি প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আহ্বান জানান। প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব . ফারহিনা আহমেদ এবং এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-) . আবদুল হামিদ।

বিআরটিএ ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের প্রশিক্ষক এবং কর্মকর্তাদের টিওটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে পেশাগত দায়িত্বের পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর দিক নিয়ে তারা যেন তাদের প্রশিক্ষণে বক্তব্য উপস্থাপন করেন, যা সারা দেশে শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্দেশ্যকে সামনে রেখেই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। টিওটি প্রশিক্ষণ কার্যক্রমে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের অধ্যাপক ডাক্তার হুসনে কমর ওসমানী, ইসলামিক ফাউন্ডেশনের অ্যান্ড এস্টেট বিভাগের পরিচালক মুহাম্মদ রফিক-উল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সদর দপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) শেখ মোহাম্মদ মাহবুব--রব্বানী এবং ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. রেজ্জাকুল হায়দারসহ অনেকে উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত টিওটি প্রশিক্ষণে বিআরটিএ ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের ১২০ জন প্রশিক্ষক কর্মকর্তা উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন